মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনীর ভাই শাহ আলীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএ) সদস্যরা। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
রোববার (১৬ জানুয়ারি) ভোরে কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
এপিবিএ-১৪-এর অধিনায়ক নাঈমুল হক জানান, কুতুপালং রোহিঙ্গা শিবিরের নৌকা মাঠ এলাকা থেকে শাহ আলীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির লক্ষাধিক নগদ টাকা, একটি দেশীর অস্ত্র এবং বড় আকারের একটি ধারাল ছুরি জব্দ করা হয়।
নাঈমুল হক আরো জানান, শাহ আলীর বস্তি থেকে এক অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। তিনি রোহিঙ্গা বলে জানা গেছে। তাকে বোরকা পরিয়ে রাখা হয়েছিল। অপহরণের পর তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।